‘প্রাণের উৎসবে পরিণত করতে পহেলা বৈশাখে সরকারি ছুটির ঘোষণা করেন এরশাদ’

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
তিনি বলেন, পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসবে পরিণত করতে তাদের দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি ছুটির ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার দেওয়া এক শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন জাপা চেয়ারম্যান।
এ সময় জি এম কাদের বলেন, ‘সার্বজনীন বাংলা নববর্ষ ১৪৩০ সমাগত। বাংলা নতুন বছরে দেশবাসীর প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও ভালোবাসা।’
তিনি বলেন, ‘মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন গণনা শুরু হয়। কিন্তু এখন পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায়। আমাদের প্রিয় নেতা, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসবে পরিণত করতে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালির প্রাণের সঞ্চার। এই মহালগ্নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। বাংলা নববর্ষে সবার উন্নতি, সম্বৃদ্ধি ও বল্যাণ কামনা করছি।’
আইকে