ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


বারডেমের হিমঘরে ডা. জাফরুল্লাহর মরদেহ


১২ এপ্রিল ২০২৩ ১৮:২৫

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সামগ্রিক বিষয়ে সংবাদ সম্মেলন করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

জানা গেছে, আগামীকাল সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু ডা. জাফরুল্লাহকে কোথায় দাফন করা হবে তা এখনো চূড়ান্ত নয়। আইনি জটিলতা না থাকলে তার মরদেহ ঢাকা মেডিকেলকে দান করা হতে পারে। অন্যথায়, রাউজানে তার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। ৮২ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন। ১৯৮২ সালে তার উদ্যোগে জাতীয় ওষুধ নীতি ঘোষণা করা হয়।

আইকে