ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


৩ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন সোহেল তাজ


১১ এপ্রিল ২০২৩ ০৫:৪৬

১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতিসহ ৩ দফা দাবিতে পদযাত্রা করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

আজ সোমবার বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে পদযাত্রা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তিনি।

সোহেল তাজের তিন দফা দাবিতে আরও রয়েছে, তিন নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

এর আগে, গত বছরের ৩১ অক্টোবর তিন নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে স্পিকারকে স্মারকলিপি দেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীনপুত্র সোহেল তাজ।

আইকে