ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


গাজায় ইসরায়েলি হামলায় ওআইসির বৈঠকে বাংলাদেশের নিন্দা


৯ এপ্রিল ২০২৩ ২৩:৪৫

ইসলামি সহযোগিতা সংস্থা এর বৈঠকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ও আল আকসা মসজিদে ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শ‌নিবার (৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ওআইসির নির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে এই নিন্দা জানানো হয়।

ওআইসিতে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের মাতৃভূমিকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডে বারবার এ ধরনের সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ওআইসিতে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ড. সালেহ সুহাইবানের সভাপতিত্বে সভায় ওআইসির মহাসচিব হিসেন ইব্রাহিম তাহা ও বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইকে