ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


কষ্ট হলেও দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী


৯ এপ্রিল ২০২৩ ২৩:৪১

মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রবিবার (৯ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ হওয়া প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে ৭০০-৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য অসচ্ছলদের মধ্যে বিক্রি করায় এ রমজানে মানুষের মধ্যে কোন হাহাকার নেই। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যরা।

আইকে