ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


লোহাগড়া থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ


৭ এপ্রিল ২০২৩ ২১:৫৫

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে দায়িত্বশীল কেউ স্ট্যান্ড রিলিজের বিষয়টি স্বীকার করেননি।

নাম প্রকাশ না করা শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ওসি নাসির উদ্দীনকে স্ট্যান্ড রিলিজ করে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিনকে লোহাগড়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ‘কী কারণে তাকে বদলি করা হয়েছে, আমার জানা নেই। পুলিশ সুপার আমাকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করতে বলেছেন। ইতোমধ্যে আমি দায়িত্ব নিয়েছি।’

এ বিষয়ে পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, ‘কোনো অভিযোগের ভিত্তিতে নয়, ওসি নাসির উদ্দীনকে স্বাভাবিকভাবেই বদলি করা হয়েছে।’

আইকে