ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার’


৫ এপ্রিল ২০২৩ ২১:২৮

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার বলে মন্তব্য করেছেন বেলারুশ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক।

বুধবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী। অভিনন্দন বার্তায় তিনি এই মন্তব্য করেন।

অভিনন্দন বার্তায় আলেইনিক উল্লেখ করেন, বেলারুশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার বলে মনে করে।

উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুদেশের জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক বার্তায় আশা প্রকাশ করেন।

সের্গেই আলেইনিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

আইকে