ফায়ার ফাইটাররা জীবন দিচ্ছে, তারপরও কেন আক্রমণ : ডিজি

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের দপ্তরে হামলার ঘটনা ঘটেছ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, ফায়ার ফাইটাররা আপনাদের জন্যই জীবন দিচ্ছে, তারপরও কেন আমাদের ওপরেই আক্রমণ করা হলো।
মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলার বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা মানুষের জন্য জীবন দেয়। গত এক বছরে ১৩ জন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন, ২৯ জন আহত হয়েছেন এবং আজ আট জন আহত হয়েছেন। আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি। তারপরও কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আক্রমণ করলো আমার বোধগম্য নয়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারে যখন আগুন জ্বলছিল, তখন উত্তেজিত জনতা পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা ও গাড়ি ভাঙচুর করে।
আইকে