ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


ঢাবির পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস


৪ এপ্রিল ২০২৩ ১৫:৩৭

ছবি সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০মিনিটে আগুন লাগে। মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের বহু দোকান।  

ঢাবি কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ দিয়ে পানি নিচ্ছে। এ কারণে হলগুলোর সব গেট খুলে দেওয়া হয়েছে।
  
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে আশপাশের ব্যবসায়ী ও লোকজনকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ব্যবসায়ীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, ঢাকা থেকে আমাদের সবগুলো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা ঢাবির হল থেকেও পানি নিচ্ছি।