ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


অবসরে গেলেন পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক


১ এপ্রিল ২০২৩ ০৪:০১

সাড়ে তিন বছর দায়িত্ব পালন শেষে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেছেন গোলাম কিবরিয়া।

এ উপলক্ষে শুক্রবার (৩১ মার্চ) পিজিসিবির প্রধান কার্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অতি. দা.) ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) মো. ইয়াকুব ইলাহী চৌধুরী।

অনুষ্ঠানে পিজিসিবির কর্মকর্তারা বলেন, গোলাম কিবরিয়ার গতিশীল নেতৃত্বে পিজিসিবি অনেক দূর এগিয়েছে। তিনি বিদ্যুৎ খাতের একজন একনিষ্ঠ কর্মী। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সর্বাত্মক প্রচেষ্টা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে কর্মজীবন শেষ করেছেন।

এ সময় বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, ব্যবস্থাপনা পরিচালকের একার পক্ষে পিজিসিবির মতো বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনা ও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সকলের ভূমিকা রাখা প্রয়োজন। আমি সহযোগিতা পেয়েছি। সহকর্মীরা নিজ নিজ একাগ্রতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সহজ হয়েছে।

আইকে