ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


কৃষকরাও আজ ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছেন : শিক্ষামন্ত্রী


৩১ মার্চ ২০২৩ ০৪:২৪

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ‘এখন আর সারের জন্য কৃষককে গুলি খেতে হয় না। কৃষকরাও আজ ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছেন। বিদ্যুৎ আর পানির জন্য আর মানুষকে হাহাকার করতে হয় না।’

আজ বৃহস্পতিবার নিজ জেলা চাঁদপুরের হাইমচরে কৃষকদের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার, বকনা বাছুর, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কেউ এখন না খেয়ে মরে না। বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, গুচ্ছ গ্রাম, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক হয়েছে। বছরের প্রথম দিনে বই দেওয়া হচ্ছে।’

এ সময় শেখ হাসিনার উসিলায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশে খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ মেট্রিক টন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তার (শেখ হাসিনা) হাত ধরেই দেশে উন্নয়ন সম্ভব হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সকলের কাছে আগামী দিনে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

আইকে