ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


সিরিজ জয়: টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


৩০ মার্চ ২০২৩ ০৩:১৩

আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।

এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান।

এদিকে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

এর আগে বুধবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নয় উইকেটে ১২৫ রান করতে সমর্থ হয়।

আইকে