ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


সবার জন্য হেলথ কার্ড করা হবে: জাহিদ মালেক


১১ জানুয়ারী ২০২৩ ০৩:৫৬

দেশে সবার জন্য হেলথ কার্ড করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাকে আমারা ডিজিটালাইজড করছি। এর ফলে দেশে প্রত্যেকের জন্য একটি হেলথ কার্ড হবে। এতে সবার স্বাস্থ্যের সব তথ্য থাকবে। অন্যান্য দেশেও এভাবে হেলথ কার্ড থাকে। এটার ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই একনেকে এটা পাস করবেন।

আমেরিকাতে স্বাস্থ্য সেবা সরকার দেয় না, কেবল যাদের বীমা আছে, তারাই এ সেবা পান। বাংলাদেশে ৫০ শতাংশ চিকিৎসা সেবা সরকার দেয় বলেও জানান তিনি।

সংলাপে আরও উপস্থিত ছিলেন- বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহ-সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।

আইকে