ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


জামায়াত শিবিরের অতীতের নৈরাজ্য মেনে নেয়া হবে না: ডিএমপি কমিশনার


১ জানুয়ারী ২০২৩ ০৬:২২

জামায়াত-শিবিরের অতীতের নৈরাজ্য মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার মিছিল করে পুলিশের ওপর হামলার ঘটনায় ইন্ধন দেয়া সবাইকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা কার্যক্রম ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যান কমিশনার।

এ সময় পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা করা হয়েছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

আইকে