ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


করোনা ও রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেও নতুন বই ছাপাতে ভোলেনি সরকার: প্রধানমন্ত্রী


৩১ ডিসেম্বর ২০২২ ২২:৫৯

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও নতুন বই ছাপানোর কথা সরকার ভোলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শিশুদের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিশুদের গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম গড়ে তুলবো আমরা।

শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আগামীকাল রোববার থেকে সারা দেশে শিক্ষার্থীদের দেয়া হবে নতুন বই।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশে দেশে পৌঁছে যাবে নতুন পাঠ্যবই।

আইকে