ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


প্রথম দিন মেট্রোরেলে ৩ হাজার ৮৫৭ যাত্রী


৩০ ডিসেম্বর ২০২২ ০৬:১৮

দেশের প্রথম মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিন ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

ট্রেনে ওঠার সুযোগের জন্য এদিন ভোর থেকে লাইনে দাঁড়ান অফিসগামী যাত্রীরা, কেউবা এসেছিলেন পরিবার নিয়ে আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু ভ্রমণ করা। তবে কেউ কেউ মেট্রোরেলে ভ্রমণের জন্য বুধবার রাত থেকে স্টেশনে ভিড় জমান। খুব অল্প সময়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও আসতে পেরে যাত্রীদের বাঁধভাঙা উল্লাস দেখা গেছে।

এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়ণের এক নতুন অধ্যায় সূচিত হলো বাংলাদেশে।

আইকে