ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


চলতি মাসে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা


৩ নভেম্বর ২০২২ ০২:৫৪

চলতি মাসে (নভেম্বর) বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। তবে, ঘূর্ণিঝড়টি মাসের কবে নাগাদ তৈরি হতে পারে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে।

এদিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, লঘুচাপের বিষয়ে কিছুটা নিশ্চিত হওয়া গেলেও ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানে। যার প্রভাবে বিভিন্ন জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের ফলে ঘরবাড়ি, চিংড়ি ঘের, পুকুর ও কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।