ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


১ নভেম্বর ২০২২ ০২:১০

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ অক্টোবর) ব্রাজিলের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার অসাধারণ বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ ও ব্রাজিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ জানিয়ে শেখ হাসিনা লিখেছেন, আগামীতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা দুই দেশ একযোগে কাজ করে যাব।

প্রধানমন্ত্রী তার বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং দেশটির জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিকামনা করেন।