ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


‘দেশকে জাপান-সিঙ্গাপুরে পরিণত করতে সরকার কাজ করছে’


৩০ অক্টোবর ২০২২ ০৮:২৯

বাংলাদেশকে জাপান-সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে। প্রয়োজনে আরও নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও শিল্প খ্যাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার প্রমুখ।