ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


আ.লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর


২৯ অক্টোবর ২০২২ ০৭:৩৫

আওয়ামী লীগের ২২তম সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর হবে। গণভবনের গেটে এক দিনেই সম্মেলন করা হবে এবার। প্রতি বছর দুই দিন সম্মেলন হলেও এবার এক দিনেই হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।’

তিনি জানিয়েছেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে সরাসরি অংশ নেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এর আগে আওয়ামী লীগের ২১তম সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন।