ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান


২৯ অক্টোবর ২০২২ ০১:০৯

আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরে ৫ম বার্ষিকী পেপার উপস্থাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিদ্যুতের বর্তমান যে সমস্যা আছে সেটি সাময়িক। ডলারের সংকট আছে, সাথে আছে জ্বালানি সংকট। তবে খুব দ্রুত সমস্যা কেটে যাবে। শীতে বিদ্যুতের চাহিদা কমে যাবে। একইসাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ডিসেম্বরে বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান তিনি।