ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


বাংলাদেশকে বিদ্যুৎ দিতে চায় নেপাল


২৬ অক্টোবর ২০২২ ০২:৪৮

বাংলাদেশকে বিদ্যুৎ দিতে নেপালের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফ করে সাংবাদিকদের এ তথ্য জানান।

নেপালের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে একটু বিশেষ দৃষ্টিতে দেখে নেপাল। এখন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে বাংলাদেশকে। আর একটি মেগা প্রজেক্ট চলছে বিদ্যুৎ সেক্টরে। ওটা শেষ হলে বাংলাদেশকে আরও বেশি বিদ্যুৎ দিতে পারবে।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান বলে জানান নেপালের রাষ্ট্রদূত।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।