ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


জরুরি প্রয়োজন ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহারে ডিএমপির ‘না’


২৬ অক্টোবর ২০২২ ০০:৫১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানায় ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগ।

খিলক্ষেত এলাকায় যানজটে পড়া ব্যক্তিগত এক গাড়ির চালক জানান, দুজন যাত্রীকে আনতে তার বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা ধরে খিলক্ষেত এলাকাতেই গাড়ি আটকে থাকায় গাড়ির মালিক পরে পায়ে হেঁটে চলে যান রেলস্টেশনে। কিন্তু তিনি এখননো গাড়ি নিয়ে পৌঁছাতে পারেননি।

গতকাল সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। কিন্তু সকাল থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ছিল বৃষ্টি।

ঝড়ের বিপদ কাটার পর সকালে বৃষ্টি থামলেও রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানি নাগরিকদের ভোগান্তিতে ফেলেছে।