ঢাকা শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ দুই নারী জনপ্রতিনিধির


৫ এপ্রিল ২০২১ ২১:৩৮

ছবি- নতুনসময়

লকডাউনে প্রথম দিনে নির্বাচনী এলাকায় মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন দুই নারী জনপ্রিতিনিধি। এদের মধ্যে একজন হলেন ঢাকা- ৩ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ ও ১৮ ওয়ার্ডের নারী কাউন্সিলর হাসিনা বারী চৌধুরী।

রাজধানীর শাহজাদপুর এলাকায় জনগণের মাঝে মাস্ক বিতরণের সময় দেখা মেলে এ দু’জন জনপ্রতিনিধিকে।

সংসদ সদস্য শবনম জাহান শিলা বলেন, করোনা নিয়ে মানুষের মাঝে জনসচেতনতার জন্য তিনি রাস্তায় নেমেছেন। লকডাউনের প্রথম দিনে জনগনের মাঝে সুরক্ষা সামগ্রি বিতরণ করছেন।

তিনি বলেন, লোকজন বোঝানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার জন্য তিনি আহবান করছেন।

কাউন্সিলর হাসিনা বারী চৌধুরী বলেন, সুরক্ষা সামগ্রি বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তিনি জনগণের মাঝে বলছেন। লকডাউন মানার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছেন।

তিনি বলেন, সরকার সব বিষয়ে সচেতন। লকডাউনে জনগণের ক্ষতি কিন্তু সবার আগে নিজের জীবন। স্বাস্থ্যবিধি মানলে নিজের জীবন বাঁচবে। তাই জনগনকে স্বাস্থ্য বিধি মানাতে কাজ করছেন।

তিনি আরও বলেন, লকডাউনের প্রথম দিন। আমরা দেখছি, যারা একেবারে অসহায় তাদের জন্য সহায়তা আমরা করবো। এ বিষয়ে আমরা নিজেরা ইতোমধ্যে আলোচনা করেছি। দ্রুত অসহায় গরীব লোকদের সহায়তা দিতে আমরা কাজ শুরু করবো।