তীরে তোলা হলো দুর্ঘটনাকবলিত লঞ্চটি, স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।
সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটি তীরে তোলা হয়। এ সময় নিখোঁজ যাত্রীদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা রোববার রাত থেকেই নদীর তীরে অপেক্ষা করছিলেন।
উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, দুর্ঘটনাকবলিত লঞ্চের ভেতরে অনেক লাশ আটকে আছে।