ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


লালবাগ থানা নাকি লালবাগ কেল্লায় মামলা করেছে জানি না: ভিপি নূর


২২ সেপ্টেম্বর ২০২০ ০১:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকসু) ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এ বিষয়ে সোমবার ভিপি নুর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার বিরুদ্ধে কোনো মেয়ে লালবাগ থানা নাকি লালবাগ কেল্লায় মামলা করেছে, এগুলো আমি জানি না। বিশেষ করে আমাদের নামে এর আগেও অনেক মামলা রয়েছে। মামলা এক না, শতাধিক হবে।

উল্লেখ্য, নূরসহ একাধিক জনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেছেন।