ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


শিগগিরই হেফাজতের নতুন আমির নির্বাচন : জুনায়েদ বাবুনগরী


২০ সেপ্টেম্বর ২০২০ ০১:২৬

শিগগিরই সম্মেলনের মাধ্যমে হেফাজতে ইসলামের নতুন আমির নির্বাচন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে আল্লামা শাহ আহমদ শফীর দাফনের আগে মসজিদের মাইকে এই ঘোষণা দেন তিনি।

তখন হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ‘আল্লামা শফী হুজুর আমাদের মুরুব্বি ছিলেন। আমরা উনার জন্য দোয়া করছি। আর আপনারা জানেন, হেফাজতে ইসলামের মধ্যে বিরোধ নেই। আল্লামা শফী হুজুরের মৃত্যুতে আমিরের পদটি শূন্য হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলনের ডাক দেবো।’

এদিকে, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন। তিনি এই মাদ্রাসার শিক্ষক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ১০৩ বছর বয়সে ঢাকার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। শনিবার বিকেল ৩টায় তাকে হাটহাজারী হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার পাশে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ ৩৪ বছর এ মাদ্রাসার মহাপরিচালক ছিলেন।

এর আগে বেলা সোয়া ২টায় লাখ লাখ ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে তার জানাজা হয়। এতে ইমামতি করেন আল্লামা শফীর বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ।