ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


দেশে আসার অপেক্ষায় ২০০ ট্রাক পেঁয়াজ ভারতেই পচন ধরেছে


১৯ সেপ্টেম্বর ২০২০ ০২:১২

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় গেলো পাঁচ দিন ধরে সেদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে প্রায় দুইশ’ পেঁয়াজবোঝাই ট্রাক।

এদিকে গরম ও অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হতে শুরু করেছে পেঁয়াজগুলো। এতে বড় ধরনের লোকসানের মুখে পরতে হবে বলে মনে করছেন আমদানিকারকরা।

টেন্ডার অনুমোদিত পেঁয়াজগুলো যেন ভারত সরকার দেয় এমনটি দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত হতে পেঁয়াজ আমদানির খবরে পেঁয়াজের দাম কমলেও আবার বেড়েছে পেঁয়াজের দাম। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি প্রকারভেদে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। আজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এতে বিপাকে পরতে হচ্ছে খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের। খুচরা বিক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা।