ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২


আল্লামা শফী হাসপাতালে


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৯

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাদ্রাসা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসার দায়িত্ব থেকে পদত্যাগের পর রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আল্লাম শফীকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে মাদ্রাসার প্রধান গেটের সামনে প্রায় আধাঘণ্টা আল্লামা শফীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রেখেছিল আন্দোলনরত ছাত্ররা।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ আহমদ শফী।

এরপর মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়জী জানান, এখন থেকে মাদ্রাসা পরিচালনা করবে শূরা কমিটি। আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানি ও মাদ্রাসার শিক্ষক নুর ইসলামকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শূরা কমিটি পরবর্তী সভায় নতুন মুহতামিম নির্ধারণ করবে।