করোনা পরীক্ষায় সারাদেশে ৩০০ অস্থায়ী বুথ

আরো বেশি সংখ্যক মানুষের করোনার নমুনা পরীক্ষা করতে সারাদেশে তিন শতাধিক অস্থায়ী বুথ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে হবে ১৬টি। ইতিমধ্যে ৮টি বুথ প্রস্তুত হয়েছে নারায়ণগঞ্জে। বুথগুলো প্রস্তুত হলে একদিকে যেমন করোনা পরীক্ষার পরিসর বাড়বে, অন্যদিকে ভোগান্তি কমবে মানুষের। দেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। ছড়িয়েছে জেলা-উপজেলা শহরে। কিন্তু কাদের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে তা অজানা। এমন পরিস্থিতিতে করোনার লক্ষণ থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। হটলাইনে ফোন করে দীর্ঘ সময় ব্যস্ত পাওয়ার অভিযোগও রয়েছে মানুষের। এমন পরিস্থিতিতে করোনা পরীক্ষার পরিসর বাড়াচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মার্চ পর্যন্ত কেবল আইইডিসিআরেই কোভিড-নাইনটিন পরীক্ষা করা হয়। বর্তমান ঢাকায় ৯টিসহ বিভিন্ন জেলায় ১৭টি ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। আরো ১১টি প্রস্তুত করার কাজ চলছে।
দেশের অধিক জনসংখ্যা ও সামাজিক সংক্রমণের বিষয়টি বিবেচনা করে করোনার নমুনা সংগ্রহের জন্য সারাদেশে অস্থায়ী বুথ স্থাপন করছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ কোরিয়া এমন বুথ করে সুফল পেয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জে ৮টি বুথ প্রস্তুত হয়েছে। সেখানে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। তাছাড়া ঢাকার সরকারি তিতুমির কলেজেও এই বুথ স্থাপনের কাজ চলছে। বেসরকারি সংস্থা জেকোজি হেলথ কেয়ারের সহায়তায় দেশে পর্যায়ক্রমে ৩২০টি বুথ স্থাপন করা হবে।
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করেই কাঁচে ঘেরা কেবিনের মতো বুথ তৈরি করা হয়েছে। সন্দেহভাজন যে কেউ নির্ধারিত বুথে গিয়ে পরীক্ষা করতে পারবেন। দেশের বিভিন্ন স্কুল ও কলেজ প্রাঙ্গণে নমুনা সংগ্রহের এসব বুথ স্থাপন করা হবে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব পরীক্ষাগারে এসব নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য।