ঢাকা বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


টেস্ট অধিনায়ক হতে চান তাইজুল


১৫ জুলাই ২০২৫ ১৪:৩১

সংগৃহীত

অধিনায়ক হওয়ার ইচ্ছা বহুবার বলেছেন তাইজুল ইসলাম। শেষ দুবছরে যুক্তিও টেনেছেন অনেকবার। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর আলোচনায়ও আছেন। এবার আরেকবার সরাসরি নেতৃত্বের ইচ্ছা জানিয়েছেন টাইগার স্পিনার।

 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তাইজুল জানিয়েছেন, লোভ থেকে নয়, দায়িত্ব নিতেই তিনি টেস্ট দলের নেতৃত্ব চান। সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। বিভিন্ন সূত্র বলছে, টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় ভালোভাবেই আছেন তাইজুল।