ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


চলতি বর্ষা মৌসুমেই খরার কবলে ঠাকুরগাঁও


২০ জুলাই ২০২৫ ১৭:০৫

সংগৃহীত

দেশের এক প্রান্ত যখন বন্যায় প্লাবিত হচ্ছে, তখন চলতি বর্ষা মৌসুমেই খরার কবলে পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা জমিতে সেচ দিয়ে আমন রোপন করছেন। অনেকে সেচ খরচের অভাবে জমি ফেলে রেখেছেন। এতে চলতি বছর আমনের উৎপাদন লক্ষমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

 

জেলায় ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও এখন পর্যন্ত রোপন করা হয়েছে মাত্র ৯ হাজার হেক্টর জমিতে।

 

গভীর-অগীভর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে সেখানে। এজন্যে গুণতে হচ্ছে বাড়তি টাকা। বাড়ছে উৎপাদন খরচ। যদিও কৃষকরা বলছেন জেলায় ১৪৬৯ টি গভীর নলকূপ, ৩৪২৫১ টি অগভীর নলকূপ এবং ৪৭টি এলএলপি মটর চালিত পাম্প চালু থাকলেও তা পর্যাপ্ত নয়।

 

জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাড়তি সেচের মাধ্যমে কৃষকেরা যাতে চারা রোপন করতে পারে সে বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।

 

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে ৪ লাখ ৮৮ হাজার টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।