টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যান কী বলছে?

টি-টোয়েন্টি ফরম্যাটে ২০১৬ এশিয়া কাপে সবশেষ পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ৯টি বছর। মাঝে তারা দু’বার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। ছিল দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজও। সেখানেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। সব মিলিয়ে ২২ ম্যাচের মধ্যে ১৯ বারই পরাজয়ের স্বাদ বরণ করতে হয়েছে বাংলাদেশকে।
পরিসংখ্যান বলছে, ২০০৯, ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদে আইসিসির এই ইভেন্টের প্রতিটি আসরে একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। বৈশ্বিক এই আসরে পাকিস্তানের জয় শতভাগ।
এর বাইরে, একক কিংবা একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজেও খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা। বাকি জয়টি আসে এশিয়া কাপে। একটি ম্যাচ হয় পরিত্যক্ত।
দু’দলের প্রথম দেখা ২০০৭ সালে কেনিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। এরপর কেপটাউনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০০৮ সালে বাংলাদেশের পাকিস্তান সফরের ম্যাচে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করে বাংলাদেশ।
হারের তালিকা আরও দীর্ঘ হয় ২০১০, ২০১২ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। মাঝে দুই ম্যাচ জেতার পর আবারও ব্যর্থতার পসরা লাল-সবুজের প্রতিনিধিদের।
২০১৬ বিশ্বকাপে ইডেন গার্ডেনসে, ২০১৯ পাকিস্তান সফরের দুই ম্যাচ, ২০২১ সালের হোম সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশসহ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ ও সবশেষ ২০২২ বিশ্বকাপের দেখায় পরাজিত বাংলাদেশ।
উল্লেখ্য, প্রায় চার বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন দেখার বিষয়— পরাজয়ের ধারা অব্যাহতই থাকবে, নাকি ৯ বছরের জয়ের খরা কাটিয়ে নতুন কিছু করবে বাংলাদেশ।