ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


মোদির মুখে হারের ছাপ ফুটে উঠেছে: রাহুল


২ মে ২০১৯ ০৪:৪১

ভারতের বুন্দেলখণ্ডে এক জনসভায় বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, মোদির মুখে হারের ছাপ ফুটে উঠেছে। এই সঙ্গে জানিয়ে দিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ঋণ শোধ না করার জন্য দেশের কোনও চাষিকেই জেলে যেতে হবে না।

মধ্যপ্রদেশে বুধবার তিনটি জনসভা করেন রাহুল। সে গুলিতে ‘চৌকিদার চোর’ প্রসঙ্গ ফের টেনে আনেন তিনি। এই বিতর্ক সুপ্রিমকোর্টেও গড়ানোর পরে রাহুল আজ বলেন, আমি আর কি বলব? যখনই চৌকিদারের কথা তুলি, জনতা বলতে থাকে, চোর হ্যায়।

পাথারিয়ার সভায় রাহুল বলেন, দিল্লির রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে সিআরপি, বিএসএফের জওয়ান‌েরা। গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা, তাদের সামনে গিয়ে চৌকিদার শব্দটা বলেন, তারাও বলবেন, চোর হ্যায়।
কংগ্রেস সভাপতির অভিযোগ, দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন এক চৌকিদার, আর নিজেদের খেত রক্ষা করতে বুন্দেলখণ্ডের চাষিদের রাত জাগতে হচ্ছে।

জনতার উদ্দেশে রাহুল বলেন, কোনও কৃষক কিংবা বেকার যুবকের বাড়ির বাইরে চৌকিদারকে কখনও দেখেছেন?

রাহুলের মন্তব্য, আমি চৌকিদার হতে চাই না। জনতার আদেশ মেনে চলতে চাই।

মোদির চোখেমুখে হারের ছাপ ফুটে উঠেছে বলে দাবি করে কংগ্রেস সভাপতি বলেন, সাত পর্বের ভোটের অর্ধেক শেষ। মোদির দিকে তাকাবেন। দেখবেন, মুখ চুপসে গেছে। ভয় আর দ্বিধার মধ্যে কথা বলছেন উনি। হারের ছাপ চোখেমুখে।


নতুনসময়/এনএইচ