ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


চার মাস ধর্ষণের পর অন্তঃসত্ত্বা


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৬

জোরপূর্বক দীর্ঘ চার মাস ধরে ধর্ষণের ফলে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। উপজেলার কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়েটির পরিবার জানায়, একই গ্রামের জাহা বক্সের ছেলে হাকিম (২৮) দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষকের ভয়ে কাউকে বলতে সাহস পায়নি ওই স্কুল ছাত্রী। অবশেষে গর্ভে সন্তান ধারণের লক্ষণ দেখে ওই স্কুলছাত্রী গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বাবা-মাকে বিষয়টি জানান।

পরে হরিণাকুন্ডু থানায় ধর্ষক হাকিমকে আসামি করে বুধবার (১২ সেপ্টেম্বর) ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, মামলা দায়েরের পরপরই ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।