ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


চট্টগ্রামে করোনায় মারা গেলেন বৃদ্ধা, মোট ৫ জনের মৃত্যু


১৭ এপ্রিল ২০২০ ১৯:২৪

দেশে করোনা রোগীর সংখ্যা দিন দিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন রেকর্ড পরিমাণে আক্রান্তের সংখ্যা দেখা দিচ্ছে। এ পর্যন্ত দেশের ৪৪ টি জেলায় দেখা দিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর হারও। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়। এবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ওই বৃদ্ধ মারা যান জানিয়ে বিআইটিআইডির পরিচালক ডা. এমএ হাসান। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সরাইপাড়ার একজন বৃদ্ধের করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন।’ এদিকে জানা যায়, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা বিআইটিআইডি হাসাপাতালে ভর্তি করান।