ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


যশোর ৯নং ওয়ার্ড কাউন্সিলরের ১০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


১০ এপ্রিল ২০২০ ০২:০৯

ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার (৯ই এপ্রিল) করোনাভাইরাস সংকট মোকাবেলার জন্য নিজ উদ্যোগে 'যশোর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো আজিজুল ইসলাম যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের খেটে খাওয়া কর্মহীন দিনমজুর নিম্নবিত্ত ১০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

গত ৩/৪দিন ধরে যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের আওতাভুক্ত নীলগঙ্জ, তাঁতীপাড়া, সুপারীবাগান, হুসতলা, মাঠপাড়া, বকচর প্রাইমারি স্কুলের পিছনপাড়া, শংকরপুর, নমসিন্দুরপাড়া, জমাদ্দারপাড়া, হাজারীগেট, সন্যাসী দিঘীরপাড়, বকচর এল মারকেট ও বকচর চৌধুরীপাড়া এলাকায় করোনাভাইরাস সংকটে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকা সাধারণ কর্মহীন দরিদ্র ১০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে।


ইতিপূর্বে মোঃ আজিজুল ইসলাম হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে সব সময় দাঁড়িয়েছেন। বর্তমানে সারা পৃথিবীতে করোনা সংকট চলছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি তিনি সকল স্বাবলম্বী মানুষদের এই করোনা সংকট মোকাবেলার জন্য এগিয়ে আসতে বিশেষভাবে আহবান জানান।