ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


টাঙ্গাইলে করোনা রোগী শনাক্ত, ৩০ বাড়ি লকডাউন


৮ এপ্রিল ২০২০ ১৮:৪১

টাঙ্গাইলে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি মির্জাপুরের ভাওড়া এলাকায়।আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন। সর্দি ও জ্বর নিয়ে কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। পরে তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গেল রাত সাড়ে নয়টার দিকে ওই ব্যক্তির রিপোর্ট পেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। রাতেই চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো আছে।

এ ঘটনায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।


নতুনসময়/আনু