ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য জব্বার আর নেই


৭ এপ্রিল ২০২০ ২২:০৪

সাতক্ষীরা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ জব্বার (৮৫) আর নেই (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জাতীয় পার্টির এই নেতা দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জানান, আলহাজ এমএ জব্বার শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন। সকাল ১০টার দিকে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

এম এ জব্বার ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টির হয়ে অংশগ্রহণ করে সাতক্ষীরায় জয়লাভ করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।