বিএনপি নিজেরা নিজেদের অবৈধ বলছে: তথ্যমন্ত্রী

বিএনপির নির্বাচিত এমপি সংসদে দাড়িয়ে সংসদকে অবৈধ বলছে আসলে তারা তাদের নিজেদেরকে অবৈধ বলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবে এম এ হান্নান পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে নিজে মহিলা এমপি হয়ে সংসদকে অবৈধ' বলে নিজে অবৈধ এটা সংসদে দাঁড়িয়ে তারা ঘোষণা করছে। এ কথাগুলো মানুষ এখন আর নেয় না। আমার মনে হয় পশু পাখি যদি তাঁদের ভাষা বুঝতে পারতো তাহলে এগুলো বিশ্বাস করত না। তাদের বিএনপি দলটাই তো অবৈধ কারণ ক্ষমতা দখল করে ক্ষমতার উৎছিষ্ট বিলিয়ে জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করেছে সবকিছুই অবৈধ।
তিনি আরো বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল। সেই অবৈধ দল হয়ে সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ' বলে। এটা ইতিহাস বিকৃত করা। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস পাচ্ছে সুতরাং ইতিহাস বিকৃত করে কোন কাজ হবে না।
এছাড়াও তিনি বলেন, সরকারের হস্তক্ষেপে নাকি খালেদা জিয়ার জামিন হচ্ছে না। সরকার কখনো আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।খালেদা জিয়ার মামলায় সরকার যদি হস্তক্ষেপ করত তাহলে তিনি যেগুলো মামলায় জামিন পেয়েছেন সেই মামলাগুলোতে জামিন পেতেন না। দেশের আইন ও আদালত সঠিকভাবে কাজ করছে। সুতরাং এসব মিথ্যাচার না ছড়িয়ে আপনাদের আইনজীবীদের নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা আছে তা ঠিক করে আরো শক্তিশালী হন। বিএনপিকে পাওয়া যায় সংবাদ সম্মেলনে ও তাদের পার্টি অফিসে রিজভীর সংবাদ সম্মেলন দেখলে ও কথা বললে বোঝা যায় বিএনপি আছে এছাড়া বিএনপি আছে কিনা বোঝা যায় না।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অরুণ সরকার রানা প্রমুখ।