দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় অবস্থান করা রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন

দলীয় কার্যালয়ে দীর্ঘ দিন ধরে স্বেচ্ছায় অবস্থান করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছেন। তার রক্তচাপ বেড়ে গেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রিজভী সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রবিবার রাতে হঠাৎ করে কয়েকবার বমি করেন রিজভী। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন রিজভী। এখন তার স্যালাইন চলছে।
নতুনসময়/এনএইচ