ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


মওদুদের সাঁতার কাটার ছবি ভাইরাল


৯ জুন ২০১৯ ০১:৩০

ঈদে গ্রামের বাড়িতে এসে নেতা-কর্মীদের নিয়ে এক ভিন্ন রকম ঈদ উদযাপন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ঈদের তৃতীয় দিন (শুক্রবার) তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরস্থ নিজ বাড়ির পুকুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাঁতার কাটেন। আর সাঁতার কাটার ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে গতকাল শুক্রবার সকাল ৯ টায় নিজ বাড়ির পুকুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাঁতার কেটে ঈদ আনন্দ উদযাপন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ সময় তিনি নেতাকর্মীদের নিয়মিত সাঁতার কাটার ও ব্যায়াম করার পরামর্শ দেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিষয়টি জরুরি বলেও তিনি মন্তব্য করেন। এরপর শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।


নতুনসময়/এনএইচ