বিপাকে ড. কামাল, ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত
-640x360-2019-06-08-14-01-10.jpeg)
বিএনপিকে ডুবানোর পরিকল্পনা শেষ করে এখন ঐক্যফ্রন্ট থেকে কৌশলে বাদ দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সাবেক আওয়ামীলীগ নেতা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তারই অংশ হিসেবে নিজ দল থেকে ইতিমধ্যেই বিএনপির আস্থাভাজন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়েছেন। মন্টুকে বাদ দেয়ার পর এবার ঐক্যফ্রন্ট থেকে বিএনপিকে বাদ দিতে মরিয়া কামাল হোসেন।
ড. কামাল হোসেনের ঘনিষ্ঠ এক সূত্র জানায় শনিবার ( ৮ জুন ) ড. কামাল হোসেন মতিঝিলে তার চেম্বারে বিএনপিকে বাদ দিয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি বৈঠক ডাকেন।
তবে অন্য আরেকটি সূত্র নিশ্চিত করে, কামাল হোসেন বিএনপিকে বাদ দিয়ে এই বৈঠক ডেকে মূলত বিপাকে পড়েছেন। কারণ বিএনপিকে ছাড়া বৈঠকে যেতে রাজি নয় জোটের অন্যতম শরিক নেতা মাহমুদুর রহমান মান্না। এমন অবস্থায় রব, কাদের সিদ্দিকীকে নিয়ে শেষ পর্যন্ত বৈঠকে না বসে স্থগিত করতে বাধ্য হলেন কামাল হোসেন।
অন্যদিকে গণফোরামের বিএনপি পন্থী একটি সূত্র জানায়, কামাল হোসেন দলের সাবেক সাধারণ সম্পাদক মন্টুকে বাদ দিয়ে এখন আবার ফ্রন্টের বৈঠকে বিএনপিকে না ডেকে তিনি প্রমান করলেন যে আসলে তিনি কামাল হোসেন একজন ষড়যন্ত্রকারী।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটকীয়ভাবে বি চৌধুরীকে বাদ দিয়ে বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি ও কাদের সিদ্দিকীর দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দেন ড. কামাল হোসেন।