ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


বিএনপিকে নিয়ে ড. কামালের খেলা শেষ


৮ জুন ২০১৯ ১০:২৮

বিএনপিকে রাজনৈতিকভাবে ভুল পথে পরিচালিত করে এখন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বাদ দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সাবেক আওয়ামীলীগ নেতা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গিয়ে বিএনপি যে ভুল করেছে ২০ দল ও বিএনপির অনেক সিনিয়র নেতা আগে থেকেই এমন সমালোচনায় মুখর ছিলেন। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। বিএনপিকে ডুবানোর পরিকল্পনা শেষ করে এখন ঐক্যফ্রন্ট থেকে কৌশলে বাদ দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন ড. কামাল। তারই অংশ হিসেবে নিজ দল থেকে ইতিমধ্যেই বিএনপির আস্থাভাজন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়েছেন। মন্টুকে বাদ দেয়ার পর এবার বিএনপিকে বাদ দিতে মরিয়া কামাল হোসেন।


ড. কামাল হোসেনের ঘনিষ্ঠ এক সূত্র জানায় শনিবার ( ৮ জুন ) ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন। তবে এই বৈঠকে ডাকা হয়নি ফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপিকে।

অন্যদিকে গণফোরামের বিএনপি পন্থী একটি সূত্র জানায়, কামাল হোসেন দলের সাবেক সাধারণ সম্পাদক মন্টুকে বাদ দিয়ে এখন আবার ফ্রন্টের বৈঠকে বিএনপিকে না ডেকে তিনি প্রমান করলেন যে আসলে তিনি কামাল হোসেন একজন ষড়যন্ত্রকারী।

জানা যায়, ঐক্যফ্রন্টের এই বৈঠকে ক্ষুব্ধ কাদের সিদ্দিকীকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসার দায়িত্ব আ স ম রবকে দিয়েছেন কামাল হোসেন। অন্যদিকে মান্নাকে বৈঠকের দাওয়াত দিলেও তিনি যাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটকীয়ভাবে বি চৌধুরীকে বাদ দিয়ে বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি ও কাদের সিদ্দিকীর দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দেন ড. কামাল হোসেন।