ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নেতা ফিরেছে, ফিরেছে প্রানচাঞ্চল্য!


২৯ মে ২০১৯ ০৪:৫৮

নতুনসময় ছবি

দীর্ঘ অসুস্থতার পর আবারো নেতা কর্মীদের মাঝে ফিরে এসেছেন তৃণমুলের রাজনীতির পুরোধা, রাজনীতির লড়াকু সৈনিক, মাঠ কাঁপানো কন্ঠস্বর ঢাকা উত্তর যুবলীগের সহ সভাপতি আশিকুল ইসলাম আশিক।

এতে প্রানচাঞ্চল্য ফিরেছে নেতা কর্মীদের মাঝে। ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের নিবিড় তত্বাবধানে এখন তাঁর শারীরীক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। শরীরের বিভিন্ন স্থানের ক্ষত গুলো ধীরে ধীরে বিলিন হচ্ছে।

এছাড়াও তিনি স্বাভাবিক হাটা চলা ও কথা বলতে পারছেন। বর্ষীয়ান এ নেতার দূর্ঘটনার কথা শুনে হাজার হাজার নেতা কর্মী শুভানুধ্যায়ী ছুটে আসেন ঢাকা মেডিকেলে। এছাড়াও তাঁর রোগ মুক্তি কামনায় পাড়ায় মহল্লায় মসজিদে তাঁর অনুসারীরা বিশেষ দোয়া ও মোনাজাত পাঠ করে তাঁর রোগ মুক্তি কামনা করেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে একটি দূর্ঘটনায় তিনি মারাত্বক ভাবে আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি হন।

ঢাকা মেডিকেল থেকে বাসায় ফিরে একান্ত সাক্ষাতকারে নতুন সময়কে বলেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া।

এসময় তিনি তাঁর অসুস্থার সময় তাঁর প্রতি নেতা কর্মীদের ত্যাগের কথাও স্বরণ করেন। দেশের বর্তমান উন্নতির কথা স্বরণ করে তিনি বলেন, দেশে স্বরণ কালের চেয়েও বেশি উন্নতি সাধন করা হচ্ছে। যার একমাত্র কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার। তাঁর হাত ধরেই বাংলাদেশ নামক ছোট্ট এ রাষ্ট্রটি এগিয়ে যাচ্ছে উন্নতির সব্বোর্চ শিখড়ে। তাই উন্নতির এই ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তিনি। এজন্য তিনি তাঁর দীর্ঘায়ূ কামনা করেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুুরো দেশ বাসীকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল ঝুকি এড়িয়ে নিরাপদে বাড়ি ফেরার জন্য আহবান জানান।'

নতুনসময়/আল-এম