শপথ না নিয়ে জনগণের সাথে বেইমানি করেছেন ফখরুল: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শপথ না নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বগুড়ার জনগণের সাথে বেইমানি করেছেন। বিএনপি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিলেও অনেক পানি ঘোলা করে অবশেষে নির্বাচনে আসে। কিন্তু তাদের সিদ্ধান্তহীনতার কারণে জনগণ তাদের প্রত্যাখান করেছে।
শুক্রবার বগুড়ায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতাকে ভোট দিয়ে জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। এসময় তিন বগুড়ার উন্নয়ন চাইলে ২৪ জুন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান।
নতুনসময়/এনএইচ