ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


২৫ মে ২০১৯ ০৬:০৬

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-যুব ইউনিট কেন্দ্রিয় কমিটিতে তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমকে আহবায়ক এবং সিটি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক অনাথ চন্দ্র রায়কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফীন সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, ক্ষুধা- দারিদ্র একটি দেশকে উন্নত দেশের রোল মডেলে পরিনত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্বনেত্রী স্বীকৃতি পাওয়া জননেত্রী শেখ হাসিনা। ৭৫ এর ১৫ আগস্টের পর স্বাধীনতার চাকাকে উল্টোদিকে ঘুরিয়ে দেয়ার অপচেষ্টা ব্যর্থ হয়ে যায় তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। বিশেষ অতিথি ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য এ্যাড. বাসেত মজুমদার।