চার মাস নিখোঁজ যুবলীগ নেতা: ফিরলেন মায়ের কোলে

নাটোর জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলন নিখোঁজ হওয়ার দীর্ঘ চারমাস পর বাড়ি ফিরেছেন।
তিনি বৃহস্পতিবার ভোরে সুস্থ অবস্থায় নিজ গ্রাম শহরতলীর নান্নুর মোড় এলাকায় ফেরেন। মিলনকে সুস্থ অবস্থায় দেখে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ অশ্রু'র বন্যা বয়ে যায়।
জামিলের পরিবার জানান, ভোরে তিনি বাড়ি ফিরেছেন। তার শরীর অনেক ক্লান্ত। কারো সাথে কথা বলার অবস্থা তার নেই। তবে মিলন এতদিন কোথায় ছিলেন, কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল; সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
উলেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি রাতে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে প্রশাসনের পরিচয়ে সাদা পোশাকধারীরা মিলনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থানা ও র্যাব অফিসে যোগাযোগ করে তার খোঁজ করে পরিবার। কিন্তু ছেলের কোনো খোঁজ পায়নি পরিবার। এতে জামিলের বাবা শহরের তালতলা হাফরাস্তা এলাকার এমদাদুুল হক নিয়াজি নাটোর সদর থানায় জিডি করেন।’
নুতনসময়/আল-এম