ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নেতিবাচক রাজনীতির দিন শেষ: নাসিম


২৩ মে ২০১৯ ০৬:০৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নৈরাজ্য ও নেতিবাচক রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার সময়।

বুধবার (২২ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় এক ইফতার মাহফিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আওয়ামী লীগসহ ১৪ দল বিশ্বাস করে দেশে একটি সত্যিকারের বিরোধী দল সংসদে এসে সরকারের ভুলক্রটি তুলে ধরে সমালোচনা করবে।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন এবং পবিত্র রমজানে পণ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার কথা উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জঙ্গি দমনে সফলতা অর্জন করেছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, পদ্মাসেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।

এ সময় সাবেক এমপি তানভীর শাকিল জয়, ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


নতুনসময়/এনএইচ