সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার আহ্বান ডঃ কামালের

ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডঃ কামাল হোসেন বলেন, কৃষক ও নাগরিকদের প্রতি কোন দায়িত্ব পালন করছে না সরকার। কৃষকের সংখ্যাসহ সামগ্রিক তথ্য না থাকাকে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২২মে) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত কৃষক-জনতা এক হও সরকার হটাও-দেশ বাঁচাও স্লোগানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডঃ কামাল বলেন, কৃষকের কাছ থেকে ধান না কিনে আমদানি করা বিপদজনক। টাকা পাচারের উদ্দ্যেশেই এমনটা করছে বলে ধারণা তার। শস্যবীমা চালুসহ সহজ শর্তে ও বিনা সুদে বা স্বল্পহারে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের আহ্বানও জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, সরকার ধান না কেনায় কৃষক বাধ্য হচ্ছে ক্ষেতে আগুন লাগিয়ে দিতে। সরকারের কোন কৃষি নীতি নেই। যে গুলো ঘোষনা আছে সে গুলোও মানছে সরকার। সরকার ধান উৎপাদনের কথা বলে কিন্তু উৎপাদনের পর কৃষকের উৎপাদন খবচ তুলে দিতে ব্যার্থ হচ্ছে সরকার। এ সরকার একটা দায়িত্বহীন সরকার। জনগণের প্রতি দায়িত্ব নিতে সরকার ব্যার্থ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেজা কিবরিয়া, অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, মোকাব্বির খান প্রমুখ।